বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে পার্বত্য অঞ্চলে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জোনের আওতায় সব ক্যাম্পের প্রত্যন্ত অঞ্চলের অসহায় পাহাড়ী-বাঙালিদের মধ্যে ৩৫০ পিচ  মশারি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন। 

বুধবার (১০ জুলাই) নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মানবিক কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের আওতাধীন নতুনপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ওই চিকিৎসাসেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করেন। 

ওই কর্মসূচিতে মোট ৪১৮ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৭৯ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৬৯৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসময় বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান উপস্থিত সকলের উদ্দেশ্যে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারণের মধ্যে জোনকর্তৃক মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে জানিয়ে বলেন, মাদকমুক্ত বাংলাদেশে গড়ার লক্ষ্যে সকলকে সচেতন এবং একত্রে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে শুরু থেকে বিভিন্ন মানবিক চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।

টিএইচ